প্রয়াণ দিবসে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল স্মরণ
নিজস্ব সংবাদদাতা: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৮৭ তম প্রয়াণ দিবস পালিত হল যথাযোগ্য মর্যাদায়। মঙ্গলবার ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে দিনটি মর্যাদা সহকারে পালন করা হয়। এদিন সকালে মেদিনীপুর শহরের জজকোর্ট ক্যাম্পাসে অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলে আবক্ষ মূর্তির সম্মুখে উপস্থিত হয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত সকলের মধ্যে বর্ষীয়ান ব্যক্তিত্ব তথা ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক মন্টুরাম জানা বীরেন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন ও শ্রদ্ধা জানান। এরপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনাদি কুমার জানা, ইউনিটের সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত কুমার সাহু, ইউনিটের সহ-সম্পাদক অমিতাভ দাস, অধ্যাপক সুশান্ত দে, কোষাধ্যক্ষ ডাঃ অরুপ কুমার দাস, কার্যনির্বাহী সমিতির অন্যতম সদস্য সুদীপ কুমার খাঁড়া, ইউনিটের সদস্য সমাজসেবী তনুপ্রকাশ দত্ত প্রমুখ। বীরেন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া।
Comments are closed.