Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালা, শোকের ছায়া আইনজীবী মহলে

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অমিতাভ লালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার গভীর রাতে বাইপাসের ধারে এক হাসপাতালে মৃত্যু হয় এই বিশিষ্ট বিচারপতির। অমিতাভবাবু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসার পর করোনামুক্ত হলেও প্লাজমা ঘাটতি দেখা যায় অমিতাভ লালার। তাঁর প্লাজমা ঘাটতি এতটাই হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় প্লাজমা চেয়ে আবেদনও করে পরিবার। কিন্তু সব চেষ্টা বৃথা করে প্রয়াত হলেন এই বিশিষ্ট বিচারপতি। তাঁর প্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে।

- Sponsored -

একটা সময় রাস্তা আটকে রাজনৈতিক মিছিল-মিটিংয়ের বিরুদ্ধে প্রথম সরব হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতাভ লালা। ২০০৪ সালে কলকাতা শহরে রাস্তা আটকে মিছিল-মিটিং করার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার নির্দেশ দেন অমিতাভ লালা। সে সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বামেদের বিরাগভাজন হন তিনি। তখন প্রায় বামেদের মুখে শোনা যেত “অমিতাভ লালা, রাজ্য ছেড়ে পালা’ স্লোগান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.