Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলা বোমার কারখানা : দিলীপ ঘোষ, সুজাপুর বিস্ফোরণে মৃত বেড়ে ৬

নিজস্ব সংবাদদাতা: মালদার সুজাপুরের বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। বিস্ফোরণে গুরুতর আহত বছর চুয়াল্লিশের আবু শায়েদ খানকে কলকাতায় স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় তাঁর।

শুক্রবার মালদার সুজাপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন মালদা ডিভিশনাল কমিশনার। ঘটনাস্থলে পৌঁছায় এসটিএফ-এর দল। সূত্রের খবর শুক্রবার সন্ধ্যাতেই পৌঁছে যাবে ফরেনসিক দলও।

- Sponsored -

এদিকে “বাংলা বোমার কারখানা, সরকারের কোনও কিছুতেই নিয়ন্ত্রণ নেই” বলে মালদার বিস্ফোরণকাণ্ডে তোপ দেগে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মালদার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করেছেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য মালদার সুজাপুরে ৩৪ নং জাতীয় সড়কের ধারে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরেই ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.