হাওড়া ব্রিজে যাত্রীবাহী বাসে আগুন, নিরাপদে যাত্রীরা

অনুপ রায়
হাওড়া ব্রিজের উপর যাত্রীবোঝাই বাসে আগুন। সন্ধে পাঁচটা দশ নাগাদ কলকাতাগামী হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় হাওড়া ব্রিজের ১৭নং পিলারের কাছে আগুন লাগে মিনিবাসটিতে। কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা নেমে পড়েন বাস থেকে। তবে ভয়ে পালিয়ে যায় বাসচালক ও কন্ডাক্টর।
হাওড়া ব্রিজের মাঝেই বাসে আগুন লেগে যাওয়ায় ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই বাসে আগুন লেগে যায়।
Comments are closed.