হাফিজ সঈদকে দশ বছরের কারাদণ্ড পাকিস্তান আদালতের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
২৬/১১ হামলার মুলচক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্থানের সন্ত্রাস বিরোধী আদালত। দুটি হিংসার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। তবে এই প্রথম নয়, এর আগে ফেব্রুয়ারিতে সন্ত্রাসের ঘটনায় তাকে ১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, “বৃহস্পতিবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত হাফিজ সঈদ-সহ জামাত-উদ-দাওয়ার চারজনকে দুটি সন্ত্রাসের ঘটনায় সাজা দিয়েছে।”
হাফিজ সঈদের দুই ঘনিষ্ঠ জাফর ইকবাল এবং ইয়াহা মুজাহিদকে সাড়ে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আবদুল রহমান মাক্কীকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত।
অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অশান্তির কারণে পাকিস্তানের পরিস্থিতি অশান্ত। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদ ইস্যুতে চাপের মুখে পাকিস্তান। সব মিলিয়ে চাপে ইসলামাবাদ। সেদিক থেকে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
Comments are closed.