হাওড়া শিবপুরে বন্ধ ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার ছেলে!
অনুপ রায়
হাওড়ার শিবপুরের কইপুকুর এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক দম্পতির পচাগলা দেহ। বাবা-মায়ের দেহের পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। বুধবার শিবপুর থানার পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে দম্পতির মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে ছেলে তার বাবা-মাকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।
শিবপুরের কৈপুকুর লেনের আবাসনে চারতলার একটি ফ্ল্যাট থেকে গত চারদিন ধরে দুর্গন্ধ বের হতে থাকে। বুধবার সকালে দুর্গন্ধ এতটাই বাড়ে যে প্রতিবেশীদের টেকা দায় হয়ে পড়ে। তারা বুঝতে পারেন ওই বন্ধ ফ্ল্যাট থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিবেশীরা শিবপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বন্ধ ফ্ল্যাটের ডাইনিংয়ে সোফার ওপর পড়েছিলেন মা গোপা বোসের দেহ। ঘরের বিছানায় পড়েছিল বাবা প্রদ্যুৎ বোসের দেহ। অন্য একটি ঘরের বিছানাতে রক্তমাখা অবস্থায় বসেছিলেন ছেলে শুভজিৎ বোস।
এরপর পুলিশ ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলে স্বীকার করেছে যে বাবা-মাকে খুন করে সে আত্মহত্যার চেষ্টা করে। তার আত্মীয়রা জানিয়েছেন, শুভজিৎ উচ্চশিক্ষিত ছিল। MCA পাস। চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন। পরিবার দীর্ঘদিন আর্থিক অনটনে ভুগছিল। এই মানসিক অবসাদ থেকেই খুন বলে মনে করা হচ্ছে।
Comments are closed.