Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দুঃস্থ শিশুদের সাহায্যার্থে ভারত সেবাশ্রম সংঘে অনুদান স্কুল শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা : আবারও সমাজসেবা মূলক কাজে এগিয়ে এলেন শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। শিশু দিবস উপলক্ষে দুঃস্থ শিশুদের সাহায্যার্থে ভারত সেবাশ্রম সংঘের বাঁকুড়া শাখায় দশ হাজার টাকা অনুদান দিলেন “জঙ্গলমহল” এলাকার মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। হেরম্ববাবু ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে অবস্থিত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক। বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত হেরম্ববাবু দিন কয়েক আগে বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন, তখনই হেরম্ববাবু জানতে পারেন, ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাসে ১২ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র আবাসিক হিসেবে থাকে। এই আবাসিক ছাত্ররা স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। করোনাজনিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকলেও, তারা সংঘের হস্টেলেই আবাসিক হিসেবে থেকে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী

- Sponsored -

বর্তমান করোনা পরিস্থিতিতে এই দুঃস্থ শিশুদের প্রয়োজনে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন হেরম্ববাবু। তিনি সেবাশ্রম সংঘে শিশু দিবসের প্রাক্কালেই দশ হাজার টাকা পাঠিয়ে দেন। দুঃস্থ শিশু-কিশোরদের সাহায‍্যার্থে, এই ভাবে এগিয়ে আসার জন্য ভারত সেবা সংঘের তরফ হেরম্ববাবুর ভূয়সী প্রশংসার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। হেরম্ববাবু জানান,করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাত মাসেরও কিছু বেশি সময় ধরে বন্ধ। মিড-ডে-মিল বিতরণ বা বিভিন্ন অফিসিয়াল কাজে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে গেলেও সেখানে শিক্ষার্থীদের কোনও উপস্থিতি থাকে না। তাই একজন শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণচঞ্চলতার অভাব তিনি গভীরভাবে অনুভব করেছেন। তাই শিশু দিবসকে সামনে রেখে দীপাবলি উৎসবের মাঝেই দুঃস্থ শিশুদের সাহায্যার্থে এগিয়ে এলেন তিনি।

হেরম্ববাবু আরও জানান, বাঁকুড়া বিশ্বপ্রেমিক সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রশান্তানন্দ মহারাজজীর ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েই তিনি এইধরনের নানা সমাজ সেবামূলক কাজ তিনি করে চলেছেন। শিশু দিবস ও দীপাবলি উৎসবের মাঝে এই সাহায্য পেয়ে যেমন খুশি ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষ, তেমনই খুশি আবাসিক দুঃস্থ মেধাবী ছাত্ররা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.