শহরে কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী গ্রেফতার

রূপম চট্টোপাধ্যায়
এ রাজ্যে শিক্ষা প্রসারে ব্রতী অনুমোদনহীন ‘আন-এডেড মাদ্রাসাগুলো’র শিক্ষক ও শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত বলে অভিযোগ। আজ ১৭ নভেম্বর কিছু দাবি-দাওয়া নিয়ে শিক্ষকও শিক্ষাকর্মীগণ চেতলা পার্ক থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে। গতকাল থেকে তাদের নেতৃস্থানীয়দের পুলিশ প্রশাসন থেকে হুমকি দেওয়া হয় এই অতিমারীর পরিস্থিতিতে ৩০ নভেম্বর পর্যন্ত কোনও সভা ও মিছিল করা যাবে না!
আজ কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী যখন বালিগঞ্জ থেকে তাদের কর্মসূচি শুরু করতে চেতলা পার্কের দিকে অগ্রসর হয়, তখন তাদেরকে পুলিশ গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়।
এদিকে পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী কল্যাণ সমিতি ন্যায্য দাবিতে আন্দোলন করলে পুলিশের এই গ্রেফতারিকে নিন্দা করেছে এপিডিআর। তাদের মতে, “যারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রসারে ব্রতী তাঁদের অভিযোগের কথা প্রকাশ্যে জানানো, সরকারকে জানানো গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক আন্দোলনের জন্য এইভাবে গ্রেফতার নিন্দাজনক। অবিলম্বে সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র বের করুন।” জানিয়েছেন এপিডিআরের সহ-সম্পাদক আলতাফ আমেদ।
Comments are closed.