ভাইফোঁটার রাতে প্রকাশ্যে শ্যুটআউট হাওড়ার শিবপুরে

অনুপ রায়
সোমবার ভাইফোঁটার দিন রাতে প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা ঘটল হাওড়ার শিবপুর থানা এলাকার রামকৃষ্ণপুর লেনে। প্রকাশ্যেই এক যুবককে গুলি করে খুন করা হয়। জখম হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটে রাত পৌনে ৯টা নাগাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর থানা এলাকার পিএম বস্তির বাসিন্দা সাহিল আহমেদ এক যুবকের সঙ্গে রামকৃষ্ণপুর লেন দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন। তখনই আচমকা কয়েক জন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য গুলি করে। সাহিলের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এলোপাথাড়ি প্রায় তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাহিল। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। পুরানো শত্রুতার কারণেই ঘটনা বলে অনুমান।
পাশাপাশি অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এই ঘটনা সম্পর্কে হাওড়া পুরসভার প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র জানান, “রাত ৮-৫০ মিনিট নাগাদ খবর পাই। রামকৃষ্ণপুরের মতো জনবহুল এলাকায় এরকম ঘটনা এই প্রথম। দুষ্কৃতীরা হেঁটেই এসেছিল। গুলি চালিয়ে এলাকা ধরেই তারা চলে যায়। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।” অন্যদিকে, জখম যুবক শেখ আবদুল্লা বলেন, “আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম। ওরা পাঁচজন এসেছিল। চারজনকে দেখেছি। তাদের মধ্যে ছিল সাহেব আলম, সাদ্দাম, গ্যাঁড়া আর আখতার। ওরা গুলি চালায়।”
Comments are closed.