Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৪০ দিন ধরে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। আজ বেলা বারোটা পনেরো নাগাদ মৃত্যু হয় এই প্রবাদপ্রতিম অভিনেতার। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া সংস্কৃতি জগতে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমের ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে যান রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ দুপুর দুটো নাগাদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সৌমিত্র কন্যা পৌলমী বসু জানিয়েছেন, ‘‘দুপুর ২টোয় প্রথমে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাব বাবাকে। তার পর টেকনিশিয়ান স্টুডিয়ো হয়ে রবীন্দ্র সদনে নিয়ে যাব। সেখান থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে রওনা দেব আমরা। দিদি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ আমরা। এত যত্ন করে, ভালবেসে, সম্মানের সঙ্গে বাবাকে আগলে রেখেছিলেন সকলে। বাবা চিরকাল আমাদের মনে রয়ে যাবেন।’’

- Sponsored -

গতকালই এক প্রেস বিজ্ঞপ্তিতে চিকিৎসক অরিন্দম কর জানান সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতির কথা। তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখন অলৌকিক ভরসা ছাড়া আর কিছুই নেই আমাদের হাতে।’ এ খবর শোনার পরে সৌমিত্রবাবুর পরিবার ও গুণমুগ্ধরা হাসপাতাল চত্বরে ভিড় করতে শুরু করেন।

রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “প্রবাদপ্রতিম শিল্পীর মরদেহ দু ঘণ্টার জন্য রবীন্দ্র সদনে শায়িত থাকবে বিকেল সাড়ে তিনটে নাগাদ। এরপর পদযাত্রা করে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হবে প্রবাদপ্রতিম শিল্পীকে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.