সীমান্তে একাধিক হামলা পাকিস্তানের, ভারতের পাল্টায় হত ৮ পাক সেনা
নিজস্ব সংবাদদাতা : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শুক্রবার জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর তিনটি সেক্টরে গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারত। সূত্রের খবর, নিহত হয়েছে কমপক্ষে ৮ জন পাক সেনা। এর মধ্যে ২ থেকে ৩ জন পাকিস্তান স্পেশ্যাল সার্ভিস গ্রুপের কম্যান্ডো রয়েছে বলে জানা গেছে। উরির বিস্তীর্ণ এলাকা ছাড়াও বান্দিপোরার গুরেজ সেক্টরে ইজমার্গে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের খবর মিলেছে। কুপওয়ারা জেলার কেরান সেক্টরেও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
#WATCH | 7-8 Pakistan Army soldiers killed, 10-12 injured in the retaliatory firing by Indian Army in which a large number of Pakistan Army bunkers, fuel dumps, and launch pads have also been destroyed: Indian Army Sources pic.twitter.com/q3xoQ8F4tD
— ANI (@ANI) November 13, 2020
উরি আর গুরেজ সেক্টেরে মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে ৪ জন সাধারণ নাগরিক। পাক সেনার গোলাবর্ষণে শহিদ ৩ ভারতীয় সেনা জওয়ান। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, উরি সেক্টরে শহিদ হয়েছেন ২ জওয়ান। শহিদ ২ সেনা জওয়ান ৫৯ রেজিমেন্টের সদস্য ছিলেন। আর গুরেজ সেক্টরে শহিদ হয়েছেন আরও ১ জন। এর পাশাপাশি কেরান, তাংদার, পানজানের মতো উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকেও পাক হামলার খবর এসেছে৷ কেরান সেক্টরে জঙ্গিরা অনুপ্রবেশেরও চেষ্টা করে৷ যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেরানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে৷
Comments are closed.