Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

উত্তর কলকাতায় কালী পুজোর উদ্বোধনে সাকিব

অমিয় রায়

কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একটি কালীপুজোর উদ্বোধনে ভারতে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব-আল-হাসান। জানা গেছে, মাত্র একদিনের জন্য সাকিব ভারতে থাকবেন। শুক্রবার তিনি বাংলাদেশ ফিরে যাবেন। রাত সাড়ে আটটা নাগাদ কাঁকুড়গাছি সার্বজনীন শ্যামপুজোর উদ্বোধন করেন সাকিব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

- Sponsored -

পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা পরেশ পাল জানালেন, আজ বেলা একটা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন সাকিব। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে দেখতে সমর্থকদের ভিড় জমে যায়। কিন্তু, নিশ্ছিদ্র নিরাপত্তার বেড়াজাল টপকে কেউই তাঁদের প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পারেননি। গত সপ্তাহেই আইসিসি-র নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটের ময়দানে পা রেখেছেন সাকিব-আল হাসান। আপাতত তিনি বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্টের হাত ধরেই সাকিবকে আবার ক্রিকেটের চেনা ছন্দে দেখতে পাওয়া যাবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.