মুম্বই বিমানবন্দরে আটক ক্রুনাল পান্ডিয়া
অমিয় রায়
মুম্বই বিমানবন্দরে আটক করা হল মুম্বই ইন্ডিয়ান্স দলের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে। অভিযোগ, তিনি নাকি দুবাই থেকে বেআইনিভাবে সোনা ভারতে আনছিলেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রুনালের কাছ থেকে বেআইনি সোনা এবং মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিকেল পাঁচটা নাগাদ মুম্বই বিমানবন্দরে নামেন ক্রুনাল পান্ডিয়া। সেখানেই DRI আধিকারিকরা তাঁকে আটক করেন।
জানা গেছে, ক্রুনালের কাছ থেকে আজ সোনা ছাড়াও বহু মূল্যবান ঘড়ি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ক্রুনাল এইসব জিনিস কেনার বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই তাঁকে আটক করা হয়। জেরাও করা হয় বেশ অনেকক্ষণ ধরেই। ২০১৬ সালে ১ এপ্রিল থেকে এক নতুন নিয়ম লাগু করা হয়। সেই নিয়ম অনুসারে, কোনও ভারতীয় পুরুষ দুবাইয়ে ২০ গ্রাম পর্যন্ত সোনা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। যার মূল্য কখনই ৫০ হাজার টাকার বেশি হবে না। আবার দুবাই থেকে যদি কোনও ভারতীয় পুরুষ দেশে ফেরেন তাহলে তিনি ৪০ গ্রাম পর্যন্ত সোনা সঙ্গে করে আনতে পারবেন। যার মূল্য কখনই এক লাখ টাকার বেশি হবে না।
সূত্রের খবর, ক্রুনাল জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে একেবারে অবগত ছিলেন না। ক্ষমা চাওয়ার পর তিনি জরিমানাও দেন।
Comments are closed.