Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জয়গাঁয় দিলীপ ঘোষের কনভয়ে হামলা, পথ অবরোধের ডাক যুব মোর্চার

নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। কনভয়ের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। এদিন মাদারিহাটে ‘‌চায়ে পে চর্চা’কর্মসূচি সেরে দিলীপ ঘোষ যখন ফিরছিলেন তখন জয়গাঁর কাছে আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুং–পন্থী মোর্চার সমর্থকরা। দেখানো হয় কালো পতাকা। ‘‌গো ব্যাক’স্লোগানও দেওয়া হয়। এ ঘটনায় বিজেপি–র আদিবাসী মোর্চার জেলা সভাপতির গাড়ি–সহ তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Sponsored -

এদিন জয়গাঁর জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পথে দলসিংপাড়াতে ব্যাপক উত্তেজনার মুখে পড়েন তিনি। পুলিশের দাবি, পঁচিশটি বাইক নিয়ে র্যা লির অনুমতি নিয়েছিল বিজেপি। অনুমতি না থাকা সত্ত্বেও কমপক্ষে একশোটি বাইক নিয়ে র্যা লি করার চেষ্টা করেন দিলীপ ঘোষ। পুলিশ গিয়ে বাধা দিলে, দু পক্ষের মধ্যে বচসা বাঁধে। পুলিশের কর্ডন ভেঙে বিজেপি কর্মীরা বেআইনিভাবে বাইক মিছিল চালিয়ে কোনওক্রমে মিছিল পৌঁছয় জয়গাঁর মঙ্গলবাড়িতে। অভিযোগ, সেখানে বিজেপি রাজ্য সভাপতির কনভয় লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। অভিযোগ, গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

এই ঘটনার প্রতিবাদ বুধবার বিকেলে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে বিজেপি–র যুব মোর্চা। বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ এদিন ফেসবুক বার্তায় বলেন, ‘‌সাংসদ দিলীপ ঘোষ ও নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের শাসকদলকে ধিক্কার জানাই। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে আজ বিকেল ৪টে থেকে ধর্না, অবরোধ করবে বিজেপি যুব মোর্চা। বিভিন্ন রাস্তায়, মোড়ে মোড়ে আধঘণ্টা থেকে এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখাবে মোর্চার কর্মী–সমর্থকরা।’‌

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.