Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আবারও মাঠে বসেই খেলা দেখবেন ক্রিকেটপ্রেমীরা, সুখবর অজি বোর্ডের

অমিয় রায়

- Sponsored -

এবার মাঠে বসেই বিরাট কোহলিদের খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরবর্তী ক্রিকেটে এখনও দর্শকশূন্য মাঠেই খেলা হচ্ছে। ক্রিকেটারদের উৎসাহ দিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম শব্দ। তবে টিম ইন্ডিয়ার অজি সফরে বদলে যাচ্ছে ছবিটা। করোনা কালে প্রথমবার টিম ইন্ডিয়া যখন মাঠে নামবে, তখন আগের মতোই গ্যালারি থেকে ভেসে আসবে সমর্থকদের হাততালির আওয়াজ। কারণ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল, অ্যাডিলেড ওভালে হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। গ্যালারিতেই বসেই ম্যাচ দেখবেন তাঁরা। তবে সংক্রমণ ঠেকাতে আসন সংখ্যার ৫০ শতাংশই ব্যবহৃত হবে।

স্মিথদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলবেন কোহলিরা। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম দিন-রাতের টেস্ট। এই টেস্টটি খেলেই দেশে ফিরবেন ক্যাপ্টেন কোহলি। পিতৃকালীন ছুটি নিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, “গোলাপি বলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির আসর বসবে SCG-তে। যেখানে গ্যালারির আসনের ৫০ শতাংশ থাকবে দর্শকদের জন্য।” একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, ২৬ ডিসেম্বর শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে গ্যালারির ২৫ শতাংশ এবং ব্রিসবেনে চতুর্থ টেস্টে ৭৫ শতাংশ ব্যবহার করা হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.