Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেওয়ালিতে vivo V20 SE মোবাইলের নতুন সম্ভার এল বাংলায়

রূপম চট্টোপাধ্যায়

ভিভো মোবাইল ভারতে যাত্রা শুরু করেছিল ২০১৪ সালে। গ্রেটার নয়ডায় তৈরি এই সংস্থার মোবাইল আজ দেশের ৫৩০টি শহরে বিক্রি হয় নিজস্ব রিটেইল স্টোর থেকে। দেশজুড়ে ৬০০ সার্ভিস সেন্টার গ্রাহক পরিষেবাকে সহজতর করেছে। আসন্ন দেওয়ালিতে অনলাইনের সঙ্গে পশ্চিমবঙ্গের ৪০০ রিটেল স্টোরকে সমৃদ্ধ করবে vivo V20 SE সিরিজের মোবাইল। এটি ভিভো সংস্থার একটি হলমার্ক উদ্যোগ। স্মার্ট ফোনের জগতে এই নতুন সিরিজ একটি স্বতন্ত্র ও অভিনব অবদান রাখবে বলে সংস্থার দাবি। উৎসবের দিনগুলোকে আরও একটু রঙিন করবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন গ্রাভিটি ব্ল্যাক ও অ্যাকোয়ামেরিন গ্রিন স্লিক ডিজাইনের এই মোবাইল সেট। “মেকিং ইন্ডিয়ার” প্রতি দায়বদ্ধ এই সংস্থার নয়ডার প্ল্যান্টে কাজ করে দেশের দশ হাজার যুবক-যুবতী। তাদের সংস্থায় নিয়োজিত কর্মীর সংখ্যা প্রায় ৫০ হাজার।

- Sponsored -

ভারতে স্মার্ট ফোন বাজারের ৫ শতাংশই পশ্চিমবঙ্গের। এই রাজ্যে মাসে গড়ে বিক্রি হয় ৫ লাখ মুঠোফোন। রাজ্যের বাজারে তাদের মার্কেট শেয়ার ২১ শতাংশ। দেশের বৃহত্তম এই vivo ব্র্যান্ড সর্ব ভারতীয় ক্ষেত্রে দখল করে আছে ২৭ শতাংশ ব্যবসা।

vivo V20 SE মোবাইলের সুপার নাইট সেলফি ক্যামেরা এবং 48MP AI ট্রিপিল রিয়ার ক্যামেরা একটি অনবদ্য উপহার। এর সঙ্গে স্লিক ম্যাজিকাল ডিজাইন ও হাইপলিমার থ্রিডি বডি কারভস মোবাইল সিরিজকে নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে 33w ফ্লাশ চার্জ প্রযুক্তি ও 4100mAh ব্যাটারি যা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে অনেকটাই এগিয়ে রাখবে বলে সংস্থার দাবি।

বাংলায় vivo V20 SE সিরিজের উদ্বোধন উপলক্ষে ভিভোর ডাইরেক্টর-ব্র্যান্ড স্ট্রাটেজি নিপুণ মৌর্য্য জানিয়েছেন, ‘দেওয়ালি উৎসবকে স্মরণীয় করে রাখতে vivo V20 SE গ্রাহকদের কাছে প্রযুক্তি ও সৌন্দর্যের স্থায়ী উপহার হিসেবে উপস্থিত হচ্ছে। এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। অন লাইন ও অফ লাইন দু’ভাবেই তা পৌঁছে যাবে গ্রাহকদের কাছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.