স্যাটেলাইট EOS-01-এর সফল উৎক্ষেপণ শ্রীহরিকোটায়, বড় সাফল্য ইসরোর
নিজস্ব সংবাদদাতা : আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01-এর সফল উৎক্ষেপণ করে বড় সাফল্য ইসরোর। একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল বিদেশের আরও নয়টি স্যাটেলাইটকে সঙ্গে করে পিএসএলভি-সি ৪৯ (PSLV-C49)। এর মধ্যে ৪টি আমেরিকার, ৪টি লুক্সেমবার্গ এবং ১টি লিথুয়ানিয়ার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে করোনা কালে এই প্রথম কোনও উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। সফল উৎক্ষেপণের পরই ট্যুইট করে ইসরোকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#PSLVC49 lifts off successfully from Satish Dhawan Space Centre, Sriharikota#ISRO #EOS01 pic.twitter.com/dWCBbKty8F
— ISRO (@isro) November 7, 2020
EOS-01 উপগ্রহটি একটি কৃষি পর্যবেক্ষণ বাহন। যা কৃষি, বনাঞ্চল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা যাবে। এটি দিনে এবং রাতের ছবি তুলতে এবং নজরদারি চালাতে সক্ষম। দীর্ঘ ২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর শুক্রবার দুপুর ৩টে ১২ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ইসরোর তরফে জানা গিয়েছে, বিমান পথে বিশেষ কিছু সমস্যার জন্য নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট দেরিতে উৎক্ষেপণ করা হয় এটি।
Comments are closed.