Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন পালন পাঁচখুরি হাইস্কুলে

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের​ ১৫১তম জন্মদিবসে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। এই উপলক্ষ্যে বিদ‍্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দেশবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Sponsored -

বর্তমান সময়ে দেশবন্ধুর আদর্শের গুরুত্বের কথা উপস্থিত সবার সামনে তুলে ধরেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তারাশঙ্কর মহাপাত্র। এদিন এই কর্মসূচিতে বিদ‍্যলয়ের প্রধানশিক্ষক ছাড়াও বিদ‍্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দিলীপ নন্দী-সহ বিদ‍্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.