দীর্ঘ ৮ মাস পর রাজ্যে আগামী বুধবার থেকে চালু ট্রেন পরিষেবা
নিজস্ব সংবাদদাতা : বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় দৈনিক ১১৪ জোড়া ট্রেন, হাওড়ায় ৫০ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। নবান্নে রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নতুন টাইম টেবল নয়, পুরনো টাইম টেবলেই চলবে লোকাল ট্রেন। পাশাপাশি আগের মতো কাউন্টার থেকে টিকিট কেটেই ট্রেনে ওঠা যাবে। তবে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
দীর্ঘ ৮ মাস পর আগামী বুধবার থেকে ট্রেন পরিষেবা চালুর খবরে খুশি যাত্রীমহলে। নিউ নর্মালে কোভিডবিধি মেনেই যাত্রীদের সফর করতে হবে। রেল সূত্রে খবর, ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২টি লোকাল ট্রেন চালানো হবে। আপাতত ঠিক হয়েছে হাওড়া ডিভিশনে চলবে ১০১টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ২২৮টি ট্রেন। বাকি ১৭ জোড়া অর্থাৎ ৩৪টি ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়ার মধ্যে চলাচল করবে।
Comments are closed.