Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কে কাকে দেশ থেকে বের করে দেবে? প্রচারে সিএএ নিয়ে মন্তব্য নীতীশ কুমারের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

বিহার ভোটের প্রচারে গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, কাউকে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা নেই কারও। দু’দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বিহারে। তৃতীয় দফার প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নীতীশ কুমার বলেন, কেউ কাউকে দেশ থেকে বের করে দিতে পারবে না। কিশানগঞ্জে প্রচারসভায় নীতীশ কুমার বলেন, “কারা ভুল তথ্য ছড়াচ্ছে, এসব বোকার মতো কথা বলছে? কে কাকে দেশ থেকে বের করে দেবে? সবাই ভারতবাসী, কে কাকে দেশ থেকে বের করে দেবে? সবাই ভারতবাসী, কে কাকে বের করবে?”

- Sponsored -

নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশের পাশাপাশি বিহারেও উঠেছে প্রতিবাদের ঝড়। সেখানে বলা হয়েছে, ২০১৪-এর ৩১ ডিসেম্বরের দিন অথবা তার আগে ভারতে আশা অমুসলিম “শরণার্থী”দের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

নীতীশ কুমার বলেন, রাজ্যে সৌভ্রাতৃত্ব এবং শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে চলেছে তাঁর সরকার এবং রাজ্যের অগ্রগতি তখনই সম্ভব যদি সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে।” তাঁর কথায়, “আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। সমাজের একাংশ চায় ঝামেলা চলুক। যাতে কাজ করার দরকার না হয়। আমরা কাজ করে চলেছি, কারণ সেটাই আমাদের লক্ষ্য। যখন সবাই শান্তি, সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধনে থাকবে, তখনই সমাজের অগ্রগতি সম্ভব।”

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশে যে ঝড় উঠেছিল, তার সব চেয়ে বড় ঢেউ ওঠে রাজধানী দিল্লিতে। শাহিনবাগ আন্দোলনের কথা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিরোধীদের অভিযোগ, এই আইন মুসলিম বিরোধী। নাগরিকত্ব আইন যে পদ্ম ফুলে কাঁটা ফোটাতে পারে তা বিলক্ষণ জানেন বিজেপির ম্যানেজাররা। আর সেই কারণেই এদিন নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তুললেন বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমার।

৭ নভেম্বর বিহারে তৃতীয় দফার ভোট গ্রহণ। ১০ নভেম্বর হবে ফল ঘোষণা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.