জনসভা চলাকালীন নীতীশ কুমারকে লক্ষ্য করে পেঁয়াজ-পাথর!
নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয়তা যে তাঁর অনেকটাই কমেছে তা হাড়ে হাড়ে টের পেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন মধুবনীর হরলাখি বিধানসভা আসনে প্রচারে জনসভা চলাকালীন তাঁর দিকে ধেয়ে এল পেঁয়াজ ও পাথর! তৃতীয় তথা শেষ দফার ভোটের প্রচারে এ ঘটনায় কিছুটা বুদ্ধিমত্তার সঙ্গে পাশ কাটিয়ে গেলেন জেডিইউ সুপ্রিমো। নিরাপত্তা রক্ষীরা পেঁয়াজ ছোড়া ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে বাধা দেন নীতীশ কুমার। বরং উলটে তিনি বলেন, ‘ছুড়তে দিন, ছুড়তে দিন।’ যদিও নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান ওই ব্যক্তিকে।
नीतीश कुमार के मंच पर प्याज़ फेंका गया ! pic.twitter.com/fLnivM0naY
— Rohan Gupta (@rohanrgupta) November 3, 2020
হরলাখিতে নীতীশ কুমার সবেমাত্র ভাষণ শুরু করেছেন, তখনই দর্শক আসন থেকে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তাঁর অভিযোগ, ‘বিহারে প্রকাশ্যেই মদ বিক্রি চলছে। কিন্তু রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণার নামে নাটক করেছেন মুখ্যমন্ত্রী।’ একথা বলার সঙ্গে সঙ্গেই নীতীশ কুমারকে লক্ষ্য করে পেঁয়াজ ও পাথর ছুড়ে মারেন।
Comments are closed.