বিহারে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বীই, দাবি রাবড়ি দেবীর
নিজস্ব সংবাদদাতা : বিহারে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মোট ২৪৩টি আসনের মধ্যে দ্বিতীয় পর্বে ১৭টি জেলার ৯৪ আসনে ভোট হচ্ছে। সবমিলিয়ে ১৪৫০ জনের ভাগ্য নির্ধারণ হবে। ভাগ্যপরীক্ষা হবে আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের। দ্বিতীয় দফার ভোটদান শুরু হতেই এদিন ইভিএম বিকল হওয়ার খবর মিলছে বেশ কয়েকটি কেন্দ্র থেকে। বিহারে দ্বিতীয় দফায় সবচেয়ে বড় আসন মহারাজগঞ্জ। এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ২৭ জন। সবচেয়ে ছোট কেন্দ্র দারাউলি, এখানে লড়ছে মাত্র চার প্রার্থী।
এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বিহারবাসীদের ভোটের আহ্বান জানান। তিনি লেখেন, ‘আজ বিহারে দ্বিতীয় দফার ভোট হচ্ছে। আপনারা ভোট দিন। গণতন্ত্রকে মজবুত করুন। তবে ভোট দানের সময় সামাজিক দূরত্ব পালন করুন এবং মাস্ক পরুন।’
দ্বিতীয় দফার ভোটযুদ্ধে সকাল সকাল ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, রাজ্যপাল ফাগু চৌহান, এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান, প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডির রাবড়ি দেবী প্রমুখ। ভোট দিয়ে সাংবাদিকদের রাবড়ি দেবী জানিয়েছেন, এবার বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন তেজস্বী যাদবই।
Comments are closed.