Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা আবহে ভয়ঙ্কর হতে পারে বাজি! আলোর উৎসবে সওয়াল পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তীর

শুভাশিস মণ্ডল

মহামারী করোনা মানুষের স্বাভাবিক জীবনের ছন্দকে ব্যাহত করেছে। টানা লকডাউন এবং তাঁর পরবর্তী নিউ নরমালে অস্তিত্ব টিকিয়ে থাকাই মানুষের এখন বড় দায়। ইতিমধ্যেই নিয়মরক্ষার ঘেরাটোপে শারদোৎসব কাটিয়েছে মানুষজন। দুর্গাপুজো উতরে গেলেও আসন্ন কালীপুজোয়   সংযম দেখানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে পরিবেশ বিশেষজ্ঞরা। কালীপুজোয় আমরা প্রতিবছর প্রত্যেকেই মেতে উঠি বাজি আর আলোর উৎসবে। কিন্তু চলতি বছরে পরিবেশ পরিস্থিতি অন্যরকম। করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। আবার দূষণের ফলেও ফুসফুসের ক্ষতি হয়। সেই জায়গায় করোনার এই ভয়াবহতায় বাজির দূষণ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে মত বিশেষজ্ঞদেরও। বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তী এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে শব্দবাজি নয়, আমরা সবাই মেতে উঠি আলোর উৎসবে।’

- Sponsored -

ড. স্বাতী নন্দী চক্রবর্তীর মতে, ‘আমরাই পারি আমাদের পরিবেশকে রক্ষা করতে। বাজি প্রস্তুতকারীদের এবার আরও একটু সচেতন হতে হবে। শব্দবাজি নয়, আলোর উৎসবেই এবার নজর দিন। তাঁদের কাছে আবেদন ইকোফ্রেন্ডলি বা গ্রিন বাজির প্রস্তুতির দিকে নজর দিক। যাতে করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বাজির ধোঁয়া থেকে যে টক্সিক কেমিক্যালগুলো বেরোয় তা ফুসফুস, চোখ, ত্বকে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। সুতরাং এবার আলোর উৎসবে আমরা সকলে সামিল হই।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.