Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বড় ব্যবধানে রাজস্থানকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন দেখছে নাইটরা

অমিয় রায়

রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে জিইয়ে রাখল প্লে-অফে যাওয়ার একটা ক্ষীণ আশাও। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে মর্গ্যান-বাহিনীদর ভাগ্য। এদিন কলকাতার রাখা ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩১ রানেই আটকে যায় স্মিথ-বাহিনী। রাজস্থানের হয়ে কিছুটা বলার মতো লড়াই চালিয়েছেন জেসন বাটলার (২২ বলে ৩৫)। বাকি কেউ-ই সেভাবে দাগ কাটতে পারেননি। ৬ ব্যাটসম্যান দুই-অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। এখান থেকেই বোঝা যাচ্ছে, কলকাতা গোটা ম্যাচে ব্যাটে-বলে কর্তৃত্ব বজায় রেখেছিল।

- Sponsored -

বল হাতে কলকাতার হয়ে সবচেয়ে সফল প্যাট কামিন্স। ৩৪ রানে ৪ উইকেট দখল করেন তিনি। শিবম মাভি ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট। নাগারকোটি নেন একটি। এর আগে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান তোলে কলকাতা। ফের একবার কেকেআর শিবিরের ত্রাতা হয়ে ওঠেন ইয়ান মর্গ্যান। ৩৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। ছটি ওভারবাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি সাজানো মর্গ্যানের ইনিংসে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৯১ রান তোলে কেকেআর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.