শীর্ষ হিজবুল কম্যান্ডার সইফুল্লাহ খতম, বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর
নিজস্ব সংবাদদাতা : উপত্যকায় ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। শ্রীনগরে এনকাউন্টারে খতম হিজবুলের প্রধান কম্যান্ডার ড. সইফুল্লাহ। পাশাপাশি জীবন্ত অবস্থায় পাকড়াও সইফুল্লাহর সহযোগী আরও একজন সন্ত্রাসবাদী। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার জানান, ‘গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী রনগ্রেথ এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে। তল্লাশির সময় আচমকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। পরে জানা যায় মৃত জঙ্গি হিজবুলের শীর্ষ নেতা ড. সইফুল্লাহ। একইসঙ্গে আরেকজনকে জীবিত অবস্থায় পাকড়াও করা হয়।’
বহুদিন ধরে ওয়ান্টেড তালিকায় থাকা হিজবুল জঙ্গি সইফুল্লাহর মৃত্যুর ঘটনাকে বড় সাফল্য বলেই দেখছে নিরাপত্তাবাহিনী। ২০১৪ সালের অক্টোবর মাসে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় সইফুল্লাহ মীর ওরফে গাজি হায়দার। শীর্ষ হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু হিজবুলে নিযুক্ত করেছিল সইফুল্লাহকে। নাইকুই গাজি হায়দার নাম দেয় সইফুল্লাহকে। পুলওয়ামায় এনকাউন্টারে অপারেশনাল কম্যান্ডার রিয়াজ নাইকুর মৃত্যুর পরই উপত্যকায় সইফুল্লাহকে নয়া কম্যান্ডার ঘোষণা করে হিজবুল মুজাহিদিন।
Comments are closed.