লোকাল ট্রেন চলাচল নিয়ে নবান্নে বৈঠক সোমবার
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে শহরতলীর লোকাল ট্রেন চলাচল নিয়ে নবান্নে সোমবার বিকাল ৫টায় বৈঠকে বসছেন রাজ্য প্রশাসনের আধিকারিক ও রেল আধিকারিকরা। সূত্রের খবর, রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী, পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা এবং রাজ্য পুলিশের ডিজি। পাশাপাশি রেলের তরফে উপস্থিত থাকবেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে রেলকে জানিয়েছিলেন নিয়মবিধি মেনে রাজ্য সরকার ট্রেন চালাতে চায়। সেক্ষেত্রে গন্তব্যে যাওয়া ও ফিরে আসার সময়সীমায় অর্থাৎ সকালে ও বিকেলের দিকে কিছু ট্রেন চালানোর প্রস্তাব দিতে পারে রাজ্য বলেই সূত্রের খবর। তবে রেল আধিকারিকদের মতে করোনা আবহে দূরত্ববিধিই যেখানে মুখ্য সেখানে একাধিক ট্রেন না চালালে ভিড় এড়ানো যাবে না।
লকডাউনে স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। আনলকে অন্যান্য পরিবহণ ব্যবস্থা খুলে গেলেও দীর্ঘদিন ধরে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদেরও নিয়ে যেতে হবে এই দাবিতে বিক্ষোভ শুরু হয় হাওড়া স্টেশনে। চরম উত্তেজনার মাঝে রেল পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পর ট্রেন চালানো নিয়ে তড়িঘড়ি রেলকে চিঠি দেয় রাজ্য প্রশাসন।
Comments are closed.