বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, ১২ ঘণ্টার কল্যাণী বনধ সোমবার

নিজস্ব সংবাদদাতা : ফের বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত রাজ্যে। রবিবার সকালে নদিয়ার গয়েশপুর থেকে উদ্ধার হয়েছে বিজয় শীল নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ৩৪ বছর বয়সি বিজয়কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করে সোমবার ১২ ঘণ্টার কল্যাণী বনধের ডাক দিয়েছে বিজেপি। সেইসঙ্গে রাজ্যের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ঘটনার পেছনে জড়িত তৃণমূল, সরাসরি এমনই অভিযোগ করে রবিবার সকালেই কল্যাণী থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে গিয়েছেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবি করেছেন তিনি। এদিন পুলিশ দেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
Comments are closed.