Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

১০ জোড়া দম্পতিকে নতুন পোশাক উপহার দিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদদাতা : একটু অন‍্যভাবে নিজেদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের জুনশোলা গ্রামের বাসিন্দা পেশায় রেলওয়ে কর্মচারী বিশ্বজিৎ পাল ও তাঁর স্ত্রী গৃহবধূ রূপশ্রী পাল। দশম বিবাহ বার্ষিকী নিজেদের আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে একটু ধুমধাম সহকারে করা ইচ্ছা ছিল বিশ্বজিৎ পালের। পাশাপাশি লক্ষ্য ছিল বিবাহ বার্ষিকীর দিন সমাজের জন্য কিছু করা। কিন্তু বাধ সাধল করোনা। তাই বাড়িতে ছোট অনুষ্ঠান করে গুরুজনের আশীর্বাদ নিয়েছেন পাল দম্পতি। কিন্তু করোনা তাঁদের সমাজসেবামূলক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

- Sponsored -

নিজেদের বিবাহ বার্ষিকীর আনন্দে শনিবার দশজোড়া আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দম্পতির সঙ্গে ভাগ করে নিলেন সস্ত্রীক বিশ্বজিৎবাবু। এলাকার দশজোড়া দম্পতির হাতে নতুন পোশাক তুলে দিলেন তাঁরা। নিজেদের ছেলে-বউমার এই কাজে খুশি বিশ্বজিৎবাবুর বাবা অমৃত পাল ও মা অঞ্জলি পাল। উল্লেখ্য কিছুদিন আগে নিজের ছেলে রিদমের জন্মদিনেও ডেবরার একটি প্রতিবন্ধী স্কুলের বাচ্চাদের নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিয়েছিলেন জনপ্রিয় সমাজমধ‍্যম গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’-এর অন‍্যতম পরিচালক বিশ্বজিৎ পাল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.