লক্ষ্মী প্রতিমা কিনতে গিয়ে বাসের ধাক্কায় সাতসকালেই মৃত শালবনীতে
নিজস্ব সংবাদদাতা : আবারও বাসের বেপরোয়া গতির শিকার হলেন পথচারী। লক্ষ্মীপুজোর দিন সাতসকালেই দুর্ঘটনা ঘটল শালবনীতে। বাড়ি থেকে সাইকেলে করেই বেরিয়েছিলেন প্রাণকৃষ্ণ মাহাতো। লক্ষ্য ছিল একেবারে প্রতিমা কিনে বাজার করে বাড়ি ফিরবেন। সেই মতো সকাল সকাল শালবনীর উদ্দেশে রওনা হন। কিন্তু বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন শালবনীর আসনাশুলি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর প্রাণকৃষ্ণ মাহাতো (৪৫)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রাণকৃষ্ণবাবু প্রতিমা এবং পুজোর উপকরণ কেনার জন্য সাইকেলে করে শালবনী বাজার ঢোকার কিছুটা আগেই দুর্ঘটনাটি ঘটে। বড়পোলের কাছে মহেশপুর-মেদিনীপুর রুটের আলিফ নামের একটি যাত্রীবাহী বাস দুরন্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁকে। বাসের ধাক্কায় প্রাণকৃষ্ণ ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে পিচের উপর৷ মাথা ফেটে গলগল করে রক্ত বেরিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি৷ স্থানীয়রা শালবনী থানায় খবর দেন৷ এদিকে দুর্ঘটনার পরই বাসকর্মীরা পালিয়ে যায় বাস ফেলে রেখে৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। পরে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Comments are closed.