জরুরি তলবে দিল্লিতে ধনকর, কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল বৈঠক
নিজস্ব সংবাদদাতা : বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি তলব পেয়ে দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার দুপুরে ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর জানান, ২৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। ৩০ অক্টোবর ফের কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে ঠিক কী কারণে বৈঠক তা অবশ্য জানা যায়নি।
West Bengal Governor Shri Jagdeep Dhankhar would be on an official visit to Delhi from Oct 28-30.
Governor Dhankhar leaves for Delhi on evening of Oct 28 and returns to Kolkata on Oct 30.
His engagements include calling on the Union Home Minister Shri Amit Shah on Oct 29.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 28, 2020
এদিকে ৩০ অক্টোবর কলকাতায় ফিরে ১ নভেম্বর দার্জিলিংয়ে যাবেন রাজ্যপাল। ১ নভেম্বর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। সূত্রের খবর, পুরো নভেম্বর মাস দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকর। নভেম্বর জুড়ে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রাজ্যপালের। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ে বিমল গুরুং ফিরে আসার পর রাজ্যপালের গোটা নভেম্বর মাস দার্জিলিংয়ে কাটানো যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ।
Comments are closed.