Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিহারে ৭১টি আসনে চলছে প্রথম দফার ভোটগ্রহণ, ঔরঙ্গাবাদে উদ্ধার আইইডি!

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে আজ, বুধবার। মোট ২৪৩টি আসনের মধ্যে বুধবার ৭১টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এদিন নীতিশ কুমার মন্ত্রিসভার ৮ সদস্যের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

- Sponsored -

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড ৭১টি আসনের মধ্যে ৩৫টি আসনে লড়ছে। পাশাপাশি শরিক বিজেপি লড়ছে ২৯টি আসনে। বিহার নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল জেডিইউ যে ৩৫টি আসনে প্রার্থী দিয়েছে, তার প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে চিরাগ পাসওয়ানের দল এলজেপি। অপরদিকে, তেজস্বী যাদবের দল আরজেডির প্রার্থী লড়ছেন ৪২টি আসনে। আর তাদের শরিক কংগ্রেস লড়ছে ২০টি আসনে।

এদিকে ঔরঙ্গাবাদের ঢিবরায়  সকালেই একটি বুথের কাছ থেকে ২টি আইইডি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শুরু হয়। আইডি ২টি নিষ্ক্রিয় করে দেয় সিআরপিএফ-এর বম্ব স্কোয়াড। নাশকতা ছড়ানো জন্যই মজুত করা হয়েছিল বলেই প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে যথাক্রমে ৩ ও ৭ নভেম্বর। ফল প্রকাশিত হবে ১০ নভেম্বর। আগামী ২৯ নভেম্বর শেষ হবে বিধানসভার বর্তমান মেয়াদ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.