প্রতিমা নিরঞ্জনের আগে উমার আশীর্বাদ নিলেন মহারাজ
অমিয় রায়
মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই। অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে পাঞ্জাবিতে একেবারে চেনা মেজাজে হাজির হন সৌরভ গাঙ্গুলি। সৌরভ অবশ্য এবার পুষ্পাঞ্জলি দেননি। সন্ধিপুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন। আর মঙ্গলবার বড়িশা প্লেয়ার্স কর্নারে, নিজের পাড়ার পুজোর ঠাকুর বিসর্জনেও হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। মা দুর্গাকে প্রণাম করে শুধু আশীর্বাদ নিলেন মহারাজ। করোনা সংক্রমণের জন্য বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বড়িশা প্লেয়ার্স কর্নারে দাদা। মা দুর্গার আশীর্বাদ নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। pic.twitter.com/MSoherwpSy
— Bengal Fast (@bengal_fast) October 27, 2020
উল্লেখ্য বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির পাশেই হয় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আজ প্রতিমা নিরঞ্জনের আগে মণ্ডপে হাজির হন বিসিসিআই সভাপতি।
Comments are closed.