Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দিলীপ ঘোষের বাড়ি গিয়ে বিজয়ার প্রণাম সৌমিত্র খাঁর

শোভাঞ্জন দাশগুপ্ত

দশমীর পরের দিন ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে গিয়ে সারলেন বিজয়ার প্রণাম। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এবং সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুস্বাস্থ্য কামনা করেছেন সৌমিত্র খাঁ। এমনকী যাবতীয় তিক্ততা, বিবাদ, মতানৈক্য ভুলে বিজয়ায় দু’জনকে উপহার বিনিময় করতেও দেখা গিয়েছে।

- Sponsored -

উল্লেখ্য দুর্গাপুজোর মধ্যে সপ্তমীর দিন আচমকাই যুব মোর্চার সমস্ত জেলা সভাপতি-সহ জেলা কমিটি বাতিল করে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাতেই রাজ্য সভাপতি এবং রাজ্য যুব মোর্চার সভাপতির তিক্ততা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। তারপরের দিন পদত্যাগ করেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। পরে অবশ্য পদত্যাগপত্র ফিরিয়ে নেন তিনি। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় বিজেপির অভ্যন্তরে। কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানান দিলীপ বাবু। গোষ্ঠীদ্বন্দ্বের পরে আজকের এই সৌজন্য সাক্ষাৎ নতুন সমীকরণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.