পিপিই পরে ধুনুচি নাচে মাকে বিদায়! দৃষ্টান্ত গড়ল ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন
শোভাঞ্জন দাশগুপ্ত
সিঁদুর খেলা নয়, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বিজয়া দশমীতে দৃষ্টান্ত স্থাপন করল ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন পুজো মণ্ডপ। পিপিই পরে ধুনুচি নাচে বিদায় জানানো হল দেবী দুর্গাকে। করোনা আবহে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলার রায়ে নিষিদ্ধ করে সিঁদুর খেলাও। ঠাকুরপুকুর এসবি পার্কের মহিলারা করোনাবিধি এবং হাইকোর্টের রায়কে পুঙ্খানুপুঙ্খ মেনে পিপিই পরে ধুনুচি নৃত্যে মাকে বরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন।
পিপিই পরে দৃষ্টান্ত রাখল ঠাকুরপুকুর এসবি পার্ক পুজো মণ্ডপ pic.twitter.com/C4okLwWrSS
— Bengal Fast (@bengal_fast) October 26, 2020
মাকে বিদায় মুহূর্তে ঠাকুরপুকুর এসবি পার্কের রোহিণী মিত্র জানালেন, ‘বিদায় জানাতে কষ্ট হচ্ছে মা যাক, তবু তো পাঠাতে হবে। আমরা সবরকম সুরক্ষাবিধি মেনে মাকে বরণ করে এবারের মতো বিদায় জানাচ্ছি। মাকে বলার মতো এ বছর একটাই, করোনাকে হটাও মা। আগামী বছর আরও সুস্থ ভাবে, আরও ভালো ভাবে পুরনো বছরের মতো যেন আনন্দ করতে পারি।’
Comments are closed.