চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়, ইনভেসিভ সাপোর্টে রাখার চিন্তা ভাবনা
নিজস্ব সংবাদদাতা : অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরে স্নায়বিক ক্রিয়াকলাপের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। এমনকী শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তবে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখনও তাঁকে রাইল্স্ টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা বেলভিউয়ের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, ‘তিনি ভালো নেই। আমাদের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জ্ঞান ফেরার স্তরের উন্নতি হয়নি। বরং সেটা আরও খারাপ হয়েছে। আমাদের অনুমান তিনি কোভিড এনসেফেলোপ্যাথি আক্রান্ত হচ্ছেন। এছাড়াও প্রয়োজনের থেকে বেশি অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে।’
উল্লেখ্য, গত ২০দিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা। তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সবরকমভাবে চেষ্টা করার মাঝে যথেষ্টই উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা।
Comments are closed.