চোখের জলে কন্যাবিদায়! ভাল থাকিস মা, প্রার্থনা গিরিরাজ-মেনকার
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
রাজবাড়ির ৬০০ বছরের পুরনো দেবী দুর্গার নবমীর সন্ধ্যারতি করছেন পুরোহিতমশাই, আর ঠাকুরদালানের এক কোণে ঝাপসা চোখে চেয়ে তা দেখছেন রাজেশ্বরীদেবী। রায়চৌধুরী পরিবারের বর্তমান রানিমা। চোখের পাতাগুলো আজ যেন বড়ই ঝাপসা, অবাধ্য ধারা নেমে আসছে কোণ বেয়ে। দুপুরে হোম, যজ্ঞের পর থেকে অশীতিপর রাজেশ্বরীদেবী কেমন যেন নির্বাক, নিস্তব্ধ। রাত পোহালেই যে মেয়ে চলে যাবে, কান্না আর চেপে রাখতে পারছেন না মর্ত্যের গিরিরাজ-ঘরণী।
নবমীর পড়ন্ত বিকেল থেকেই মন খারাপ গিরিরাজ ঘরণী মেনকার। শুক্লা নবমীর জোৎস্নাখচিত আকাশের দিকে চেয়ে বারবার মনে মনে যেন প্রার্থনা করছেন “যেও না ওগো নবমী নিশি”। সারা বাড়ি ঝলমল করছে আলোয়, তবে তার মাঝেও গিরিরাজ পরিবারে যেন অন্ধকার। একান্তকে শূন্য চোখে সপরিবার মেয়ের পানে চেয়ে আছেন গিরিরাজ-মেনকা। রাত পোহালেই চলে যাবে উমা। কী নিষ্ঠুর সময়, মহাকাল। কেন দীর্ঘায়িত হয় না নবমীর নিশি। এই রাতটা কেন তাড়াতাড়ি বয়ে যায়। চারদিন গোটা বাড়ি যেন কন্যা বরণের আনন্দে মাতোয়ারা হয়েছিল, সেসব শূন্য করে দিয়ে আবার কৈলাস পাড়ি দেবে উমা। আবার একবছর খাঁ খাঁ করবে গিরিরাজের আলয়। এই চারটে দিন চার সন্তানকে নিয়ে গোটা বাড়ি যেন গমগম করছিল। সেসব শূন্য হয়ে যাবে।
নবমীর সকাল থেকেই চোখের জল যেন বাঁধ মানছে না। দিনের আলো যেন অনেক কম, চোখে কম দেখছেন গিরিরাজ-মেনকা। কম দেখবেনই তো, চোখ যে জলে ভরা। অশ্রুভরা জলে কনকাঞ্জলি দিয়ে ডুকরে কেঁদে উঠলেন মা মেনকা। গিরিরাজ প্রাসাদ পিছনে ফেলে উমা পাড়ি দিল কৈলাস। সেখানে অপেক্ষা করে আছে শঙ্কর। স্বামী, সংসার নিয়ে আবারও একবছরের ব্যস্ততায় ডুবে থাকা। এই একটা বছর আবার পথ চেয়ে মেয়ের ফেরার অপেক্ষায় গিরিরাজ প্রাসাদ। মনে মনে গিরিরাজ-জায়া ভাবেন, মেয়ে তো নাকি আদ্যাশক্তি, সে কি পারে না নবমীর রাতকে দীর্ঘায়িত করতে, সকাল যেন আর না হয়, তেমনটা করে দিতে। না পারবে না। কারণ মহাকাল যে পরম সত্য। তাঁকে আটকানোর সাধ্য কারও নেই।
চোখের জলে মেয়ের বিদায়ের পথে, আলাদা পায়ের ছাপ কান্নাটাকে আরও উসকে দেয় মেনকার। ঘরে গিয়ে মহলের এক প্রান্তে দুর্গাদালানের সামনে গিয়ে আবারও অঝোর নয়নে কাঁদতে থাকেন রাজেশ্বরী দেবী। মনে মনে প্রার্থনা করেন, ভাল থাকিস মা, সাবধানে আসিস।
Comments are closed.