অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে পাম অ্যাভিনিউতে সস্ত্রীক রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা : মহাষ্টমীর সন্ধেবেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মিনিট কুড়ির এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক বলেই রাজভবন সূত্রে জানা গেছে। রাজ্যপাল এদিন বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বেশ কয়েকবছর ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছেন। বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জগদীপ ধনকর।
Alongwith Mrs Sudesh Dhankhar today called on veteran communist leader and former Chief Minister Buddhadeb Bhattacharya and his wife Meera ji and wished them subhoy Asthami and good health. pic.twitter.com/Q4splPkccc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 24, 2020
এদিন সন্ধে ৬টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়ি যান সস্ত্রীক রাজ্যপাল। তাঁদের স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। তাঁর হাতে রাজ্যপালের স্ত্রী পুষ্পস্তবক তুলে দেন। যেহেতু বুদ্ধবাবু অসুস্থ। সেভাবে কথা বলতে অসুবিধা হয়। তাই মীরা ভট্টাচার্যর থেকেই বুদ্ধবাবুর শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন রাজ্যপাল। পাশাপাশি দুর্গাপুজোর শুভেচ্ছাও জানান রাজ্যপাল।
পরে রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইট করে লেখেন, ‘স্ত্রী-কে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরাজিকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। আমরা ভট্টাচার্য পরিবারের সুখ ও সুস্বাস্থ্য কামনা করি।’
Comments are closed.