Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হৃদরোগে আক্রান্ত কপিল দেব, অ্যাঞ্জিওপ্লাস্টি দিল্লির হাসপাতালে

অমিয় রায়

মহাসপ্তমীতে দুঃসংবাদ। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি কপিল দেব। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে ‘হরিয়ানা হ্যারিকেনে’র। তবে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে স্থিতিশীল প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কপিল দেবের অসুস্থতার খবরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই।

- Sponsored -

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অসুস্থতার খবরটি সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ক্রীড়া সাংবাদিক  টিনা থাকার। ট্যুইটারে টিনা লেখেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুর আরোগ্য কামনা করি।’

১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় কপিল দেব। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেটের স্বপ্নপূরণ হয় কপিল দেবের হাত ধরে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭৫ রানের ঝা চকচকে ইনিংসেই ভর করে ভারত প্রথম বিশ্বকাপ জয় করে। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে চোখ বোলালেই বোঝা যায় একজন পারফেক্ট অলরাউন্ডার ছিলেন তিনি। কপিলের ঝুলিতে ১৩১টি টেস্টে ৪৩৪টি উইকেট এবং ২২৫টি একদিনের ম্যাচে ২৫৩টি উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে রান করেছেন ৫ হাজার ২৫৮ রান। পাশাপাশি একদিনের ক্রিকেটে ৩ হাজার ৭৮৩ রানের অধিকারী ভারতের সর্বকালের সেরা এই অলরাউন্ডার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.