Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২০’ ঘোষণা করল রাজ্য

নিজস্ব সংবাদদাতা : বিশ্বব্যাপী বিশ্ববাংলার সেরা পুজোর স্বীকৃতি দিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘোষণা করলেন ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২০’। মোট ৯৫টি পুজো কমিটির নাম এদিন ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সাল থেকে দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রদান করে চলেছেন। করোনা আবহে এবছর কলকাতা ও সংলগ্ন এলাকা এবং রাজ্যের ২২টি জেলায় ফর্ম বিলির পরিবর্তে অনলাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির আবেদনপত্র চাওয়া হয়েছিল।

- Sponsored -

এই প্রতিযোগিতায় ১. সেরার সেরা পুরস্কার পেয়েছে ৩৮টি পুজো কমিটি। ২. সেরা মণ্ডপ হয়েছে ৩টি। ৩. সেরা প্রতিমা হয়েছে ৪টি। ৪. সেরা আলোকসজ্জা হয়েছে ৪টি। ৫. সেরা সাবেকি পুজো ৫টি। ৬. সেরা ভাবনা ২টি। ৭. বিশেষ পুরস্কার ২৮টি। ৮. সেরা পরিবেশবান্ধব ৪টি। ৯. সেরা ঢাকেশ্রী ২টি। ১০. সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং হয়েছে ৪টি এবং ১১. কোভিট ওয়ারিয়র পুজো হয়েছে ১টি। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা কোভিড সচেতন পুজো বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২০’ প্রদান করা হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.