মানিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে পীরচকে বস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ‘মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন’। বৃহস্পতিবার শালবনী ব্লকের পীরচকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সমস্ত পরিবারের নারী, পুরুষ ও শিশুদের হাতে শারদীয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হল নতুন পোশাক। পাশাপাশি সবার হাতে হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়াও ছোট ছোট মেয়ে ও কিশোরীদের হাতে টিপ, হেয়ারব্যান্ড, ক্লিপ, চুড়ি, কানের দুলের মতো প্রসাধন সামগ্রীও তুলে দেওয়া হয়। পুজোর মুখে শারদীয়ার উপহার পেয়ে খুশি গ্রামবাসীরা।
এদিনের কর্মসূচির উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নকুল মণ্ডল, অমিত দত্ত, কৌশিক সাহা, অনির্বাণ সাঁতরা, সঞ্জয় বিশ্বাস, সন্তু চালক প্রমুখ। নকুল মণ্ডল জানান, এই গ্রামে তাঁরা লকডাউনের সময়ে খাদ্যসামগ্রী নিয়ে এসেছিলেন। আর এদিন শারদীয়ার উপহার পৌঁছে দিলেন।’
Comments are closed.