Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সামনেই অজিভূমে বিরাট সফর, চলতি সপ্তাহে দল ঘোষণায় একাধিক চমকের সম্ভাবনা

অমিয় রায়

দুবাই থেকে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। চলতি সপ্তাহে দল নির্বাচনে বসবেন নির্বাচকরা। করোনা আবহেই আয়োজিত হতে চলেছে এই সিরিজ। এই সফরে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই যাবেন অস্ট্রেলিয়ায়। খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী–বান্ধবী বা পরিবারের কেউ যাবেন না। এছাড়া পুরো সিরিজের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে ৩২ জন ক্রিকেটারের দল। সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জন অস্ট্রেলিয়া যেতে পারেন।

অস্ট্রেলিয়ায় গিয়ে ৩টি টি-২০, ৩টি ওয়ানডে এবং ৪টি টেস্ট ম্যাচ খেলতে হবে বিরাটদের। অন্তত দু’‌মাসের ট্যুর। আর তাই কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এর ফলে আইপিএল শেষ হলেই দেশে ফিরতে হবে অনুষ্কা শর্মা, ঋতিকাদের।

- Sponsored -

মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং উমেশ যাদবের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে নভদীপ সাইনির যাওয়া নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, পঞ্চম পেসার হিসেবে কে যাবেন? আরসিবি-র মহম্মদ সিরাজ না শার্দূল? প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের মতো কারও কারও মনে হচ্ছে, টেস্ট টিমে সিরাজের ঢুকে পড়ার সম্ভাবনা বেশি। কারণ গত কয়েক মরসুম ধরে ভারতীয় ‘এ’টিমের হয়ে ভাল খেলছেন সিরাজ। এমএসকে প্রসাদ জানিয়েছেন, “লাল বলের ক্রিকেটে শার্দুলের চেয়ে সিরাজ ভাল হবে। অস্ট্রেলিয়ার পরিবেশে ওর বোলিং কাজে আসতে পারে।”

এছাড়া ৪ জন উইকেটকিপার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভাবা হচ্ছে। সমস্ত ফর্ম্যাটে ঋষভ পন্থই সেরা পছন্দ। তাঁর ব্যাকআপ হিসেবে টেস্টে থাকবেন ঋদ্ধিমান সাহা। সঞ্জু স্যামসন আবার থাকবেন টি-টোয়েন্টি টিমে। পাশাপাশি আরও একটা চমক থাকতে পারে অস্ট্রেলিয়াগামী টিমে। সীমিত ওভারের টিমে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা থাকতে পারেন। তবে চলতি আইপিএলে দারুণ পারফরমেন্স করা অক্ষর প্যাটেলও যেতে পারেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.