Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মানিকতলা খালপাড়ের পাঠশালায় পড়ুয়াদের পাশে চলচ্চিত্রজগতের বিশিষ্টরা

রূপম চট্টোপাধ্যায়

গুটি গুটি পায়ে মানিকতলা খালপাড়ের পাঠশালা তার পরিচিতির গণ্ডিটা অনেকটাই বাড়াতে পেরেছে।  একদিকে পড়ুয়ার সংখ্যা সেই ২০ থেকে আজ ২১৪-তে এসে পৌঁছেছে। অন্যদিকে যারা এ জাতীয় ভাল কাজের আবহে নিজেদের অস্তিত্বের সংকট অনুভব করে তারা ক্রমশ পিছু হটছে। এরই মধ্যে এই সুবিধাবঞ্চিত  শিশুদের পাশে এসে দাঁড়ালেন চলচ্চিত্র পরিচালক ও কবি শতরূপা সান্যাল এবং তাঁর দুই মেয়ে ঋতাভরী চক্রবর্তী, চিত্রাঙ্গদা চক্রাবর্তী। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার প্রকাশ উপাধ্যায় ও চিত্রনাট্যকার সুমিত অরোরা।

- Sponsored -

সোমবার দুপুরে মানিকতলা খালপাড়ের ‘ভাষা ও চেতনা পাঠশালা’-র ২১৪ জন পড়ুয়ার হাতে পোশাক, স্কুলব্যাগ, খাবার ও কম্পিউটার তুলে দিলেন তাঁরা। উদ্বোধন হল একটি কম্পিউটার রুমেরও। অনুষ্ঠান শুরুর মুহূর্তে ছোট ছোট শিশুদের মাস্ক পরিয়ে দেন শতরূপা সান্যাল এবং তাঁর দুই মেয়ে।

উল্লেখ্য, কিছুদিন আগে এই খালপাড় বাসিন্দাদের সন্তানদের অনলাইন প্রশিক্ষণের জন্য একটি ঘর তৈরি হচ্ছিল। সেই ঘর ভেঙে দিয়েছিল স্থানীয় এক সমাজবিরোধী ও তার এক পাতাখোর শাগরেদ। কিন্তু মানুষের শুভবুদ্ধি ও মানবতার কাছে এই নেতিবাচক শক্তি যে ক্রমশ পিছিয়ে পড়ছে তা এদিনের উদ্যোগে আরও একবার প্রমাণিত হল। আসন্ন উৎসবের আগে খালপাড়ের কিশোর-কিশোরীদের উজ্জ্বল মুখগুলো এক নতুন আশার বার্তা দিচ্ছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.