কৃষি বিলের বিরোধিতায় ‘পাকিস্তানি’ তকমা! দল ছাড়লেন পঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক
নিজস্ব সংবাদদাতা : নয়া কৃষি আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই পঞ্জাবে ধাক্কা খেল গেরুয়া শিবির। কৃষিবিলের প্রতিবাদ করে ‘পাকিস্তানি’ তকমা পাওয়ায় দলই ছেড়ে দিলেন পঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং। এর আগে কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কাউর বাদল। তার কয়েকদিন পর এনডিএ জোট ছাড়ে অকালি দল।
দলের রাজ্য সভাপতি অশ্বিনী শর্মার কাছে ইস্তফাপত্র দিয়ে তিনি বলেন, “হরিয়ানা, পঞ্জাবের প্রতিটি মানুষ এই আইনের বিরোধী। আমি কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। বিল পাসের সময় দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কথা গ্রাহ্য করা হয়নি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ আমাকে পাকিস্তানি তকমা দেন। তাঁর এই অশালীন মন্তব্যের তাঁকে ক্ষমা চাইতেই হবে। কৃষকদের পক্ষে কথা বললে বিজেপি নেতারা এই ভাষা প্রয়োগ করেন।”
মালবিন্দর সিং আরও জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেটা করেন সেটা সর্বদা ঠিকই বলা বিজেপি নেতাদের অভ্যেস। তাঁদের নিজস্ব কোনও মতামত নেই। পঞ্জাবের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতিতেই কৃষি আইনের প্রতিবাদ করছে। আমিও তাঁদের লড়াইয়ে পাশে আছি।”
Comments are closed.