তিলোত্তমার রঙ সবুজ-মেরুন, ট্রফি এল বাগানে
অমিয় রায়
রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবকে ট্রফি দিল ফেডারেশন। বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে আইলিগ ট্রফি তুলে দেওয়া হল। এ দিন শহরের রংও সবুজ-মেরুন। সমর্থকদের মনে উৎসাহের জোয়ার। আর আবেগের সেই বিস্ফোরণই দেখা গেল দিনভর। অনুষ্ঠানে শোনা গেল গান, ‘চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন’।
জুম কলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। গোয়া থেকে তিনি বললেন, “শারীরিক ভাবে হয়তো আমি কলকাতায় নেই, কিন্তু মানসিক ভাবে ওখানেই রয়েছি।” এই মরসুমে তিনি মোহনবাগান ছেড়ে আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্সের কোচ। জুম কলে উপস্থিত ছিলেন অন্যান্য ফুটবলাররাও। কিবু ভিকুনার হাতের অন্যতম অস্ত্র ফ্রান গঞ্জালেজ বার্তা পাঠালেন, “সমর্থকদের ধন্যবাদ। সমর্থকদের আজ আনন্দ করার দিন, উপভোগের দিন। ওদের জন্যই বুঝতে পারিনি দেশ ছেড়ে এত দূরে ছিলাম।”
হোটেলের অনুষ্ঠানের পর ট্রফি নিয়ে আসা হবে ক্লাব তাঁবুতে। উল্টোডাঙা, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা হয়ে ট্রফি আসবে মোহনবাগান ক্লাবে। ২ থেকে ৫ নভেম্বর অবধি ক্লাব তাঁবুতে সমর্থকদের জন্য রাখা থাকবে ট্রফি।
Comments are closed.