Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অনুদানের টাকা বিনোদনে খরচ নয়, রাজ্যকে সম্পূর্ণ হিসেব জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

শুভাশিস মণ্ডল

দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদানের টাকা বিনোদনে খরচ করা যাবে না। খরচের সম্পূর্ণ হিসেব রাজ্য সরকারকে হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। সরকারকে টাকা খরচের সব হিসাব বুঝিয়ে দেবে পুজো কমিটিগুলো। রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতের নির্দেশ যাতে বুঝতে অসুবিধা না হয় সে ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দিয়ে হাইকোর্ট জানিয়েছে পয়েন্ট আকারে লিফলেট ছাপিয়ে তা পুজো কমিটিগুলোর কাছে পৌঁছে দিতে হবে পুলিশকেই।

- Sponsored -

চলতি বছরে দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের সব রেজিস্টার্ড পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। অনুদান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। সেই মামলার রায়দানে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, ‘কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। পুজো কমিটিগুলিকে বিল ও ভাউচার-সহ হিসেব দিতে হবে স্থানীয় প্রশাসনকে। পুলিশ সেই হিসেব দেবে রাজ্য সরকারকে। পুজোর পর সেই হিসেব হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে।’

ডিভিশন বেঞ্চ আরও জানায়, ‘অনুদানের ২৫% পুলিশ ও জনগণের সমন্বয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাকি ৭৫% টাকা খরচ করতে হবে সরকারের কথা অনুযায়ী, মাস্ক ও স্যানিটাইজার কেনার কাজেই।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.