Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিভিন্ন দাবিতে খড়্গপুর ডিআরএম অফিসের সামনে শ্রমজীবী মানুষের বিক্ষোভসভা

নিজস্ব সংবাদদাতা : বামপন্থীদের নেতৃত্বে বিভিন্ন দাবিকে সামনে রেখে শ্রমজীবী মানুষের বিক্ষোভ সমাবেশ  হল খড়্গপুর ডিআরএম অফিসের সামনে। মঙ্গলবার খড়্গপুর ডিআরএম অফিসের সামনে সিটু অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়ন, আরসিএলইউ এবং পঃবঃ বস্তি উন্নয়ন সমিতির জেলা কমিটির উদ্যোগে রেল হকারদের কাজের নিশ্চয়তা, রেল ঠিকা শ্রমিকদের কাজের নিশ্চয়তা-সহ ন্যূনতম মজুরি প্রদান, পিএফ, ইএসআই নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালু করা, বস্তিবাসীদের উচ্ছেদ না করা-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভসভা ও মিছিল হল।

- Sponsored -

সভায় বক্তব্য রাখেন সংগঠনগুলির রাজ্য নেতৃত্ব নেপালদেব ভট্টাচার্য, শিহরণ আচার্য, অলোকেশ দাস, সিটুর জেলা সম্পাদক বিশ্বনাথ দাস, দিলীপ দে প্রমুখ। সভার শেষে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময় আরপিএফ বাধা দেয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.