Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কৃষি আইন বাতিল-সহ বিভিন্ন দাবিতে লালঝান্ডার স্রোত মেদিনীপুর শহরে

নিজস্ব সংবাদদাতা : বহুদিন বাদে মেদিনীপুর শহরে বিশাল আকারের দৃপ্ত মিছিল করল বামফ্রন্ট ও বামপন্থী দলসমূহ। দীর্ঘদিন দিন বাদে শহরের প্রধান রাস্তা রিং রোড জুড়ে আছড়ে পড়ল লাল ঝান্ডার ঢেউ। কর্পোরেট তোষনকারী কৃষি আইন বাতিল, তৃণমূল-বিজেপির জনস্বার্থবিরোধী নীতি ও খুন-সন্ত্রাস-ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বাঁচানোর লড়াইকে জোরদার করার লক্ষ্যে, করোনা আয়করের বাইরে থাকা মানুষের মাসিক সাড়ে সাত হাজার ভাতার দাবিতে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে, শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষার দাবি-সহ নানা দাবিকে সামনে রেখে মেদিনীপুর শহরে মহামিছিল অনুষ্ঠিত হল জেলা বামফ্রন্টের আহ্বানে।

- Sponsored -

বুধবার বিকেলে এই মহামিছিল শুরুর আগে মেদিনীপুর কলেজিয়েট ময়দানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইএম নেতা তাপস সিনহা, প্রাক্তন বিধায়ক তথা সিপিআই নেতা সন্তোষ রানা, কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়, আরএসপির শক্তি ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের সুকুমার সিং, সিপিআইএমএল-এর শৈলেন মাইতি-সহ অন্যান্যরা​।

উল্লেখ্য সমাবেশ উপস্থিত হয়ে মিছিলকে সমর্থন করলেও মিছিলে হাঁটেননি কংগ্রেস নেতৃত্ব। জেলা বিভিন্ন প্রান্তের প্রায় হাজার দশেক মানুষ এদিনের মিছিলে অংশ নেন। গোটা মিছিলে হেঁটে সামনের সারি থেকে মিছিলে নেতৃত্ব দেন সূর্যকান্ত মিশ্র, তরুণ রায়, তাপস সিনহা, কীর্তি দে বক্সী-সহ অন্যান্য বাম নেতৃত্ব। মিছিল কলেজ মাঠ থেকে শুরু হয়ে গোলকুঁয়ারচক, বটতলা, নান্নুর চক, কেরানিটোলা, ক্ষুদিরাম মোড়, গান্ধি মোড়, পোস্ট অফিস রোড হয়ে পুনরায় কলেজ মাঠে শেষ হয়। মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি এলেও মিছিল এগিয়েছে স্বাভাবিক ছন্দে। আর এই বড় আকারের মিছিলে স্বভাবতই খুশি বাম নেতৃত্ব ও সমর্থকেরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.