পাগড়ি খোলা বিতর্কে প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ বিজেপির
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
কয়েক দিন আগে বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে যুব নেতাকর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ, সেই বিক্ষোভেই পুলিশের আক্রমণের মুখে পড়েন বলবিন্দর সিং। পুলিশ তাঁর পাগড়ি খুলে দেয়। শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে পাগড়ি অত্যন্ত সম্মানের। ফলে জাতির গৌরব নষ্ট করার অভিযোগ তুলে পথে নেমেছে গেরুয় ব্রিগেড। বিভিন্ন মহলে পাগড়ি খুলে দেওয়ার নিন্দা করা হয়।
এদিন দিল্লিতেও পড়ল বিক্ষোভের আঁচ। মঙ্গলবার দিল্লির ত্রিলকপুরী এলাকায় বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল প্রতাপনগর মণ্ডল বিজেপি। দলের নেতা তথা বিক্ষোভের আয়োজক তিজেন্দর পাল সিং বাজ্ঞা জানান, বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলায় অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করার দাবিতে রাজ্যের ডিজি বীরেন্দ্র এবং মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে চিঠি লিখেছেন তাঁরা। পাশাপাশি দিল্লিতে সংখ্যালঘু কমিশনেও বিষয়টি জানানো হয়েছে। এদিকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বলবিন্দার সিংকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এদিনের বিক্ষোভকারীদের দাবি, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কোনও দলের বিক্ষোভের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। অবিলম্বে বলবিন্দর সিংয়ের মুক্তির দাবি তোলা হয় এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে। পাশাপাশি বিক্ষোভ মিছিল করে শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয় তাঁদের তরফে। দ্রুত বলবিন্দর সিংকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় প্রতাপনগর মণ্ডল বিজেপির তরফে।
Comments are closed.