লোকাল ট্রেন এবং গণপরিবহন ব্যবস্থা চালু করতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুজন-মান্নানের
শোভাঞ্জন দাশগুপ্ত
ট্রেন চালানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যৌথ ভাবে চিঠি লিখলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘লোকাল ট্রেন এবং গণপরিবহনের ব্যবস্থা অবিলম্বে চালু করা জরুরি। রাজ্যের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এর আগে বহুবার বলা হলেও সরকারের দিক থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়নি।
লকডাউনের পর আনলক-৫ ঘোষণার পরও লোকাল ট্রেন ব্যবস্থা বন্ধ থাকায় রাজ্যবাসীর কর্মক্ষেত্রে যাতায়াত থেকে অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে। বাস পরিবহন চালু হলেও তা খুব সীমিত। বাদুড়ঝোলা হয়ে অফিস-কাছারি করতে হচ্ছে রাজ্যবাসীকে। বাস কম থাকায় সামাজিক দূরত্ব শিঁকেয় উঠেছে। এরই মধ্যে শারদ উৎসব এসে যাওয়ায় পথে বেড়েছে আরও জনসমাগম।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আনলক প্রক্রিয়া চলছে। অফিস-কাছারি, বাজারহাট খোলা থাকছে। পেটের দায়ে অথবা জীবন-জীবিকার টানে মানুষকে কাজের সন্ধানে বেরতেই হচ্ছে। অথচ যাতায়াত, যানবাহনের কোনও সু-বন্দোবস্ত নেই। সরকারি-বেসরকারি গণপরিবহন খুবই দুর্বল। এক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব প্রতিদিন মানুষকে বিপদে ফেলছে।’
এর পাশাপাশি সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও জানিয়েছেন, ‘আমাদের মতো বিস্তৃত রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনের বিকল্প নেই। পারস্পরিক দোষারোপ বন্ধ করে, অবিলম্বে রেল দফতরের সঙ্গে আলাপ আলোচনা করুন।’
Comments are closed.