৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের জের, চ্যাংরাবান্ধায় বন্ধ সীমান্ত-বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের জেরে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ রফতানি বাণিজ্যে ব্যাপক ধাক্কা। এক হাজারের উপর ট্রাক সারি সারি দাঁড়িয়ে চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকায়। ভারত থেকে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক বাংলাদেশে যায়। সেগুলি প্রতিবেশী দেশে না ঢোকায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীমহল। ট্রাক ভর্তি মালপত্র নিয়ে সীমান্তে বসে রয়েছেন চালক ও খালাসিরা। এর পাশাপাশি ট্রাক ধর্মঘটের জেরে প্রতিবেশী দেশ ভুটানেও বাণিজ্য ব্যাহত হয়েছে।
সোমবার থেকে রাজ্য জুড়ে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। মূলত ওভারলোড বন্ধ করা ও জুলমবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সংগঠন এবং ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। মূলত এই দুই মালিক সংগঠনের ডাকেই সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রয়েছে।
Comments are closed.